২.নারীকে নিয়ে কৌতুহল থাকলে কোন নারীকে বন্ধু বানান, অথবা বিভিন্ন বই ও মাধ্যম থেকে জেনে নিন। মাথা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যাতে কোন ময়লা না থাকে।
৩.সামাজিকত অনুশাসনে ঠিক মনে না হলে নিজের মত করে একটি জগত বানান কিন্তু কোন সামাজিক বিশৃঙ্খলা ও অসামাজিক কাজ করবেননা।
৪.অর্থহীন পুরুষ নিরর্থক।কবি হোন অথবা যেই, ক্ষুধার্ত পেটে পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি মনে হবে যদি পকেটে পয়সা না থাকে। ছাত্রজীবন থেকে ব্যবসায়ীক অথবা নিজেকে প্রতিষ্ঠিত করা ভাবনায় একটি লক্ষ্য স্হির করুন। অর্থ নিরর্থক অপচয় করবেননা । শুধু অর্থের দিকেও ধাবিত হলে পরিবার,সমাজ ও পৃথিবীতে আপনার ফিটনেস থাকবেনা বা আপনার সাথে দূরত্ব তৈরী হবে।
৫.আপনার প্রতি ঘন্টায় আয় হিসেব করুন এবং তা বৃদ্ধি করার উপায় খুঁজুন। অপচয় করছেন যে সময়টি তাতেও যাতে আয় হয় এমন ব্যবস্থা করুন।
৬.সবার সাথে মার্জিত ব্যবহার করুন।
৭.রুচিশীল হোন।
৮.নিজের মনকে উন্নত করুন।
৯.মানুষকে সহায়তা করুন।