কীভাবে মানুষের মনকে ভালো করা যায়?


কীভাবে মানুষের মনকে ভালো করা যায়?

 

  1. প্রশংসা করার চেয়ে বড় কোন ঔষধ পৃথিবীতে আবিষ্কৃত হয়নি।
  2. প্রতিটা মানুষই প্রশংসা পেতে ভালোবাসে।
  3. একেক জনের মন একেক রকম।যে যেমন চায়,তার সাথে তেমন আচরণ করুন।
  4. মানুষটির পছন্দের বা আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করুন।
  5. মনে করুন কেউ মিউজিক পছন্দ করে,তাহলে মিউজিক নিয়ে এবং গান নিয়ে আলোচনা করুন।ধরুন কেউ খেলাধুলা পছন্দ করে, তাহলে ক্রিকেট অথবা ফুটবল নিয়ে আলোচনা করুন।
  6. ঘোরাঘুরি করা,আড্ডাবাজি করা মন ভালো করার অন্যতম উপাদান।
  7. প্রিয় মানুষটিকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ান।
  8. কারো মন ভালো করতে হলে তাকে উপহার দিয়ে চমকে দিতে পারেন।
  9. প্রতিটা মানুষই বিভিন্ন চাহিদায় ভোগে। মানুষটির মনোভাব এবং চাহিদা অনুযায়ী তা পূরণ করার চেষ্টা করুন।
  10. মানুষটিকে নিয়ে সমুদ্র থেকে ঘুরে আসতে পারেন।
  11. মানুষটিকে নিয়ে খেতে বের হোন।
  12. প্রকৃতির মাঝে হারিয়ে যান।

Post a Comment

Previous Post Next Post