আচ্ছা সরকার যদি একটা ইউটিউব চ্যানেল খুলে, তারপর দেশের প্রত্যেককে সাবস্ক্রাইব করতে বলে। আর প্রতিটা ভিডিওতে ভিউ দিতে বলে। তবে তো মিলিয়ন ডলার পায় । তাহলেই তো দেশের সব ঋণ শোধ হয়ে যায়, তাই না? এইটা কি আদৌও সম্ভব?

আচ্ছা সরকার যদি একটা ইউটিউব চ্যানেল খুলে, তারপর দেশের প্রত্যেককে সাবস্ক্রাইব করতে বলে। আর প্রতিটা ভিডিওতে ভিউ দিতে বলে। তবে তো মিলিয়ন ডলার পায় । তাহলেই তো দেশের সব ঋণ শোধ হয়ে যায়, তাই না? এইটা কি আদৌও সম্ভব?

ওকে,

মশকারা না করে আপনার উত্তর সিরিয়াসলি দেয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক :-

ইউটিউব থেকে টাকা আয় হয় ওইখানে দেখানো বিজ্ঞাপনে ক্লিক করার পর। শুধুমাত্র ভিউ এর উপর কোনো টাকা নেয়। তাইলে একমাত্র উপায় সবাইকে ভিউ এর পাশাপাশি বিজ্ঞাপনেও ক্লিক করতে বলা।

কিন্তু এখানেও একটি বড় সমস্যা। সমস্যাটি দুই ঘাটের।

প্রথম, বিজ্ঞাপন প্রদানকারী প্রতিষ্ঠান বাইরের দেশের। তো মানুষ ওইখানে ক্লিক করবে আর কোনো সেলস জেনারেট করলেই টাকা দেবে। আর ইউটিউব এটির খুব অল্প একটি অংশ সরকারের ওই চ্যানেলটিকে দিবে।

ঘটনা বুঝছেন কি হলো? টাকা কামাতে গিয়ে উল্টো দেশের কিছু টাকা দেশের বাইরে যাবে আর সেই টাকারই হালকা অংশ আবার আমাদেরই ফেরত দেয়া হবে। বেকার খাটনি বলে যা বুঝায় তাই আরকি।

দ্বিতীয়, বিজ্ঞাপনী প্রতিষ্ঠানটি এই দেশেরই। ঘুরেফিরে দেশের টাকা দেশেই ঘুরবে। এক্সট্রা মানি জেনারেট করার সুযোগ নেই।

আপনার চিন্তাধারাকে স্বাগত জানালাম। হয়তো দেশের অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন বিধায় এমন উদ্ভব প্রশ্ন করেছেন।

Post a Comment

Previous Post Next Post