018 কোন সিম বা কোন সিমের নাম্বার? মূলত এটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টেলিকম সিম কোম্পানির নাম্বার।
018 কোন সিম বা কোন সিমের নাম্বার - আজকে কথা বলব একটি সিমের সিরিয়াল নাম্বার নিয়ে। গুগোল অনেকেই সার্চ করেন 018 এটি কোন সিমের নাম্বার । আমি আপনাদের সাথে সম্পর্ণ বিষয়টি বিস্তারিত ভাবে শেয়ার করার চেষ্টা করবো।
018 কোন সিমের নাম্বার | 018 Which Operator Code In Bangladesh
018 কোন সিমের নাম্বার?
উত্তর: এটি রবি সিমের নাম্বার।
018 মূলত বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোবাইল টেলিকম সিম কোম্পানি রবির। একটা সময় যারা একটেল নামে পরিচিত ছিল।
রবি নাম্বার দেখার কোড
রবি নাম্বার দেখার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *২#। ডায়াল করার একটু সময় পরে আপনি আপনার ভুলে যাওয়ার রবি সিমের নাম্বার দেখতে পাবেন। অন্য আরও একটি কোড ব্যবহার করে আপনি রবি সিমের নাম্বার দেখতে পারেন সেটি হল * 140 * 2 * 4 #। এই কোডটি ডায়াল করার একটু সময় পর আপনি আপনার রবি নাম্বার দেখতে পাবেন।
রবি সিমে টাকা দেখার নিয়ম
রবি সিমের টাকা দেখার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *২২২#। সঠিকভাবে এই কোডটি ডায়াল করার পর আপনি আপনার রবি সিমের টাকা দেখতে পাবেন।