016 কোন সিম বা কোন সিমের নাম্বার? মূলত এটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টেলিকম সিম কোম্পানির নাম্বার।
016 কোন সিম বা কোন সিমের নাম্বার - আজকে কথা বলব একটি সিমের সিরিয়াল নাম্বার নিয়ে। গুগোল অনেকেই সার্চ করেন 016 এটি কোন সিমের নাম্বার । আমি আপনাদের সাথে সম্পর্ণ বিষয়টি বিস্তারিত ভাবে শেয়ার করার চেষ্টা করবো।
016 কোন সিমের নাম্বার অথবা কোন দেশের নাম্বার
016 কোন সিমের নাম্বার?
উত্তর হল : এয়ারটেল ।
বাংলাদেশের অন্যতম একটি মোবাইল সিম কোম্পানি যার নাম হল এয়ারটেল। এয়ারটেল সিমের শুরুটা হয় 016 দিয়ে। আশা করি উত্তরটি পেয়েছেন।
এয়ারটেল ব্যালেন্স চেক নাম্বার
এয়ারটেল সিমের ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *778# । ডায়াল করার একটু সময় পর আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স আপনি দেখতে পাবেন।
এয়ারটেল মিনিট কেনার কোড
এয়ারটেল সিমে বিভিন্ন ধরনের মিনিট প্যাক রয়েছে তার জন্য আলাদা আলাদা কোড আপনাকে ব্যবহার করতে হবে । আর আপনি যদি চান একটি কোডের মাধ্যমে মিনিট কিনবেন সে ক্ষেত্রে আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করুন *121#। এটি ডায়াল করলে বিভিন্ন অপশন দেখাবে সেখান থেকে আপনি মিনিট প্যাক সিলেক্ট করে তারপর আপনার পছন্দের যেই মিনিট প্যাক কিনতে চান সেটি কিনে নেবেন।