013 কোন সিম বা কোন সিমের নাম্বার? মূলত এটি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টেলিকম সিম কোম্পানির নাম্বার।
013 কোন সিম বা কোন সিমের নাম্বার - আজকে কথা বলব একটি সিমের সিরিয়াল নাম্বার নিয়ে। গুগোল অনেকেই সার্চ করেন 013 এটি কোন সিমের নাম্বার । আমি আপনাদের সাথে সম্পর্ণ বিষয়টি বিস্তারিত ভাবে শেয়ার করার চেষ্টা করবো।
013 কোন সিমের নাম্বার
013 কোন সিমের নাম্বার?
উত্তর: এটি গ্রামীণফোনের নতুন একটি সিরিয়াল নাম্বার এর সিম।
বিভিন্ন ধরনের নতুন নতুন অফার নিয়ে মূলত 013 এই সিরিজের নাম্বারটি চালু হয়েছে আপনারা ভালো লাগলে এই সিরিজের নাম্বার কিনে রাখতে পারেন।
কোন সিম কিনবো
কোন সিম কিনবেন মূলত এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন বর্তমানে যেহেতু ইন্টারনেটের যুগ সেহেতু আপনার এলাকায় যেই সিমে ইন্টারনেট ভালো চলে আপনার উচিত হবে কেনা।
গ্রামীন সিমের সকল কোড
গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড নিচে তুলে ধরা হলো।
ব্যালেন্স দেখতে ডায়াল করুন : *566#
ইন্টারনেট ব্যালেন্স চেক করুন : *566*10#
নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
বর্তমান প্যাকেজ জানার ডায়াল কোড : *121164#
এমবি চেক করার নতুন ডায়াল কোড : *5661*4#
এস এম এস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*2#
ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন: *101013#
মিনিট দেখার ডায়াল কোড : *566*24# অথবা *566*20#
বোনাস মিনিট দেখার ডায়াল কোড : *56620#
এস এম এস দেখতে ডায়াল করুন: *5662# অথবা *566*14#